নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এবং বন্ড ছাড়া বাকি সব খাতের সিকিউরিটিজের দর বাড়ায় গতকাল সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে গতকাল প্রায় ২৩৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে ছয় হাজার ২৫০ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬২ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে দুই হাজার ২২৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে। এদিন ৯ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৫২০টি শেয়ার এক লাখ ২৪ হাজার ৯৫২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ১৭৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩৭ কোটি ৪৯ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ২৭ কোটি ২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৬ কোটি ৪৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৪ কোটি ৭০ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ কোটি ৬৬ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৯ কোটি ৬৬ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৯ কোটি ৫৬ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৮ কোটি ৭৪ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৬৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৯ দশমিক ১৪ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উইনয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ শতাংশ, এর পরের অবস্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৭৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১৯ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৪ দশমিক ২১ শতাংশ, ফাস ফাইন্যান্স লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৪২ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শূন্য দশমিক ৮৯ শতাংশ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শূন্য দশমিক ৫০ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭০ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৩২ দশমিক ৪০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪০২ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দর। গতকাল সিএসইতে মোট ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল আট কোটি ১৪ লাখ টাকার।