প্রতিনিধি, গোপালগঞ্জ: নবনিযুক্ত ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশে যত ধরনের ঝামেলা সৃষ্টি হয় সমাধানও আল্লাহর তরফ থেকে হয়। ২১ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান আল্লাহ তায়ালা তাকে রক্ষা করেছেন। এছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ যে সিস্টেম করে গেছেন, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমার ওপর ন্যস্ত হয়েছে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সংবাদকর্মীরাই আমাদের প্রাণ, যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভুলত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের সংশোধন করার সুযোগ দেন। ভালো কিছু লেখেন না লেখেন আমাদের ভুলত্রুটি অবশ্যই লিখবেন। তাহলে আমরা সেই জায়গার ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব।’
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
