Print Date & Time : 2 March 2021 Tuesday 12:37 am

সমন্বিত মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ: October 16, 2019 সময়- 01:10 am

প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে মৎস্যচাষিদের চার দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে সমন্বিত মাছ চাষবিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন।

পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস প্রমুখ।

সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।