শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। এক্ষেত্রে দেশটিকে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশ। দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ওকালতি করার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে গতকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার তারা দুজন বৈঠক করেন। পাকিস্তানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অশুল্ক বাণিজ্য বাধা তুলে দেওয়ারও আহ্বান জানান এ কে আব্দুল মোমেন।
শ্রীলঙ্কা সফর ফলপ্রসু হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাদের পর্যটন খাত এখন বেশ গতিশীল। শ্রীলঙ্কার সাথে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দেশটিকে দেওয়া ২ বিলিয়ন ডলার ঋণ আগামী সেপ্টেম্বরে ফেরত পাওয়া যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।