ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টে জয়ের অনেকটা কাছাকাছি গিয়েও পরাজয় হলো টাইগারদের। অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিনের ১০৫ বলে ৭১ রানের পার্টনারশীপ জয়ের বন্দরে নিয়ে যায় ভারতকে। মিরপুর শেরে বাংলায় রোমাঞ্চ ছড়ানো এই টেস্টে চতুর্থ দিনের সকালে এসে ৩ উইকেটের জয় পেয়েছে ভারত।
কম রানের লক্ষ্য থাকলেও ভারতকে চাপের মুখে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সাকিবের আঘাতে জয়দেব সাজঘরে ফিরিয়ে যান। পঞ্চম উইকেটও এনে দেন তিনি।
এরপর মিরাজ ঝড়ে ফিরে যান অক্ষর প্যাটেল ও ঋষভ পান্ত। তখন ভারতের দরকার ছিলো ৭১ রান। কিন্তু সেই রানকে তাড়া করে আইয়ার-অশ্বিন জুটি জয় তুলে নেন। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও জয় পায় সফরকারীরা। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লোকেশ রাহুলের দল।
বাংলাদেশ ১ম ইনিংস : ২২৭
ভারত ১ম ইনিংস : ৩১৪
বাংলাদেশ ২য় ইনিংস : ৭০.২ ওভারে ২৩১ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ৯-১-৩২-১, অশ্বিন ২২-২-৬৬-২, উনাদকাট ৯-৩-১৭-১, সিরাজ ১১-০-৪১-২, আকসার ১৯.২-১-৬৮-৩)।
ভারত ২য় ইনিংস : ২৩ ওভারে ৪৪/৪ (রাহুল ২, শুভমান ৭, পুঁজারা ৬, কোহলি ১, অক্ষর ৩৪, উনাদকাট ১৩, প্যান্ট ৯, আয়ার ২৯, অশ্বিন ৪২, ; মিরাজ ১৯-৪-৬৩-৫, সাকিব ১৪-০-৫০-২)।