আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহর কাছে গতকাল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান তিন কোটি ৪০ লাখ টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মাকছুমা আকতার বানু, মহাব্যবস্থাপক জেডএম হাফিজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (সমন্বয়) মো. নাহিদ হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সরকারকে ডিভিডেন্ড দিল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
