শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি মাসের মধ্যে আইফোন ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন। খবর: ইনসাইডার।
রাশিয়ার ব্যবসাবাণিজ্য বিষয়ক গণমাধ্যম কোমেরসান্তের বরাত দিয়ে ইনসাইডার জানিয়েছে, যেসব সরকারি কর্মকর্তা আইফোন ব্যবহার করেন, তাদের তা ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া সরকার। এর পরিবর্তে অ্যান্ড্রয়েড ফোন কিংবা যেসব স্মার্টফোনে দেশীয় অপারেটিং সিস্টেম ওপেন মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়, এমনকি চীনের সফটওয়্যার বা অরোরা সফটওয়্যার ব্যবহার করা হয়, তা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ১ এপ্রিলের মধ্যে সরকারি কর্মকর্তাদের আইফোনের বদলে অন্য স্মার্টফোন ব্যবহার শুরু করতে বলেছে ক্রেমলিন। মূলত নিরাপত্তা উদ্বেগ থেকে সরকারি কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে মস্কোয় প্রযুক্তি-বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়। এর বদলে অ্যান্ড্রয়েড, চীনা প্রযুক্তির স্মার্টফোন কিংবা রুশ কোম্পানির তৈরি করা অরোরা অপারেটিং সিস্টেম রয়েছে এমন স্মার্টফোন ব্যবহার করতে বলা হয়।
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল প্রশাসনের ফার্স্ট ডেপুটি হেড সের্গেই কিরিয়েঙ্কো সরকারি কর্মকর্তাদের ১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি জানান, এর মধ্যেই নিজেদের ব্যবহার করা আইফোন বদলে ফেলতে হবে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরপর রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় আইফোনের প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। এর পরও রুশ নাগরিকদের আইফোন ব্যবহার থেকে ফেরানো যায়নি। দেশটির অনেকে বিভিন্ন উপায়ে হালনাগাদ সংস্করণ আইফোন ১৪ সংগ্রহ করেন।
এর মধ্যেই রুশ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার বন্ধের নির্দেশ দেয়া হলো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি
প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সরকারি কাজে স্মার্টফোন ব্যবহার করা উচিত নয়। স্মার্টফোনের ব্যবহার আরও স্বচ্ছ হওয়া উচিতÑতা অ্যান্ড্রয়েড বা আইওএস হোক। মূল কথা, দাপ্তরিক কাজে স্মার্টফোন ব্যবহার করা ঠিক নয়।