Print Date & Time : 28 February 2021 Sunday 7:17 pm

সরকারের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত চালকল মালিকদের

প্রকাশ: November 27, 2020 সময়- 12:35 am

সাতক্ষীরা, প্রতিনিধি: সাতক্ষীরায় আমন মৌসুমে চাল সংগ্রহে সরকারের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা রাইস মিল মালিক সমিতি এবং সদর উপজেলা রাইস মিল মালিক সমিতি। গত বুধবার সন্ধ্যা ৬টায় নিজস্ব কার্যালয়ে জেলা রাইস মিল মালিক সমিতির সহসভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধানের ক্রয় মূল্যের সঙ্গে চালের ক্রয় মূল্যের সমন্বয় না থাকায় সাতক্ষীরা জেলাও একই সিদ্ধান্ত গ্রহণ করে। আমন মৌসুমে ধানের ক্রয় মূল্যের সঙ্গে চালের ক্রয় মূল্যের সমন্বয় না থাকায় চাল সংগ্রহে চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়।