প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাঁওতালপল্লিতে বিচার বিভাগীয় তদন্ত দল

 

শেয়ার বিজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে বসবাসরত সাঁওতালদের ওপর হামলা ও আগুন দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত দল ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লিতে পৌঁছেছেন। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল মাদারপুর ও জয়পুর  সাঁওতালপল্লিতে পেঁৗঁছায়। খবর রাইজিংবিডি।

এছাড়া গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ সাঁওতালদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন রনি উপস্থিত ছিলেন। এ সময় সাঁওতালরা ঘটনা সম্পর্কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। এছাড়া পিবিআই তদন্ত টিমের সদস্যরা মাদারপুর ও জয়পুরপাড়ার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন। পরে খামারের জমিতে সাঁওতালদের বসতি এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পুড়ে যাওয়া ঘরের কাঠসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন।