নিজস্ব প্রতিবেদক:বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে বৃহস্পতিবার পাঠিয়েছে কোম্পানিটি।
এর আগে কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের তালিকা চেয়েছিল। পাশাপাশি বিনিয়োগকারীদের ইলেকট্রনিক ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) এবং বিও হিসাবের বিস্তারিত তথ্য হালনাগাদের অনুরোধ করেছিল।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ নগদ ও ২৭ শতাংশ বোনাসসহ মোট ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৩৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল দুই টাকা ৩৭ পয়সা ও ২৪ টাকা ৩০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ৪০ কোটি ১৪ লাখ টাকা।
২০১৫ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৯ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কর-পরবর্তী মুনাফা করেছিল ২১ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর মুনাফা ছিল ১১ কোটি ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার কোম্পানিটির ৩৫ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৬৪ লাখ ৫৬ হাজার ৮৫৯টি শেয়ার মোট চার কোটি ৩৯১ বার হাতবদল হয়।
শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে দুই দশমিক ৮২ শতাংশ বা এক টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৫৪ টাকা ৬০ পয়সা। শেয়ারদর সর্বনি¤œ ৫৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৬ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৪৫ টাকা থেকে ৭১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে এক টাকা ৭৯ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল এক টাকা সাত পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৭২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ২৫ টাকা এক পয়সা, যা একই বছরের ৩০ জুন পর্যন্ত ছিল ২৩ টাকা ২২ পয়সা। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৫৪ কোটি ৪৯ লাখ টাকা।