সম্প্রতি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস রিভিউ জানুয়ারি-জুলাই ২০২১ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম মফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদদীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম এবং বিবিএ প্রোগ্রাম এর পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম। বক্তারা তাদের বক্তব্যে গবেষণার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গবেষকদেরকে গবেষণার কাজে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তরা আশা প্রকাশ করেন যে অতি শীঘ্রই জার্নালটির ‘ঙহষরহব’ সংখ্যা প্রকাশিত হবে এবং পর্যায়ক্রমে এটি ঝঈঙচটঝ সহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পাবে। এসময় বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও পরিচালক, শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস রিভিউ’র মোড়ক উন্মোচন
