প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাউথইস্ট ব্যাংক ও উত্তরা ক্রিসেন্টের চুক্তি

 

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে সম্প্রতি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের একটি সমঝোতা স্মারক  সই হয়েছে। এ চুক্তির আওতায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা পাবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।