প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাকিবের আউট নিয়ে আক্ষেপ অধিনায়কের

ক্রীড়া ডেস্ক: বড় স্কোর তাড়ায় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। একসময় সাকিব আল হাসানের ব্যাটে কিছুটা আলো দেখেছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে তিনিও অন্যদের মতো সাজঘরের পথ ধরেন। বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত উইকেটে থাকলে ম্যাচের ফল অন্য রকম হতে পারতো। এমনটায় বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারে বাংলাদেশ। সোমবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফির কথাতে ছিল সাকিবের আউট নিয়ে আক্ষেপ। ‘সাকিব শেষ পর্যন্ত থাকলে, উইকেট ব্যাটিংয়ের জন্য যতটা সহজ ছিল অন্য রকম কিছু হতে পারতো। ওই সময় সাব্বিরও আউট হয়ে গেছেন। দুই বিগ হিটার আউট হয়ে যাওয়ায় কাজটা কঠিন হয়ে যায়।’

দারুণ খেলছিলেন সাকিব। ৫৪ বলে ৫৯ রান করেন তিনি। তার ইনিংসটিতে ছিল পাঁচটি চার দুটি ছক্কা। বাঁহাতি এ ব্যাটসম্যানের আউট হওয়ার কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন সাব্বির। এরপর ম্যাচের হাল ধরেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। এ জুটিতে অর্ধশত রান আসে। কিন্তু ৩৯তম ওভারে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশি। ৪৮ বলে ৪২ রান করেন তিনি। পরে আর ব্যাটিংয়ে নামেননি। সঙ্গীর অভাবে দলকে বেশি দূর নিতে পারেননি মোসাদ্দেক। শেষ পর্যন্ত ৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় এ ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৫০ রানে।

এ নিয়ে মাশরাফি বলেন, ‘মুশফিক ও সৈকত মোসাদ্দেক যখন ছিল, একপর্যায়ে ৮৪ বলে ১৪০ লাগতো। টি-টোয়েন্টি ম্যাচের মতো। তখন মুশফিকের চোট সমস্যা করলো। না হলে হয়তো আমরা ৩০০-৩১০ পর্যন্ত গিয়ে তার পর কিছু করার চেষ্টা করতাম।’

হার দিয়ে সিরিজ শুরু করায় হয়তো টাইগারদের পরবর্তী কয়েকটি টিম মিটিংয়ে ঘুরেফিরে আসবে ব্যাপারটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাও আঁটবে মাশরাফি-সাকিবরা। তবে হাতে সময় মাত্র দুদিন। ২৯ ডিসেম্বর নেলসনে হবে সফরের দ্বিতীয় ওয়ানডে। ওই দিন হারলেই সিরিজও হারতে হবে টিম বাংলাদেশকে।