প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাকিবের ৫ উইকেট, বড় জয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করেছে আয়ারল্যান্ড। ৭৭ রানে জিতে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের দল। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা মাঠে গড়ানোয় ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৩ ওভার করে। টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে প্রথম ওভারে ধাক্কা দেন তাসকিন। পরের পাঁচ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ষষ্ঠ ওভারে ৪৩ রানে ৬ উইকট হারায় আইরিশরা। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা। সাকিবের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিংয়ে পর আরও দুই উইকেট নেন তাসকিন। আইরিশরা ৯ উইকেটে ১২৫ রানে আটকে যায় তারা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮, তাওহিদ ২৪, শান্ত ২ ; ডেলানি ২-০-২৪-০, অ্যাডায়ার ৪-০-৫২-১, হিউম ৩-০-৪৯-০, হ্যান্ড ১-০-১৯-০, হোয়াইট ৪-০-২৮-২, ট্যাক্টর ২-০-১৭-০, ক্যাম্ফার ১-০-১০-০)।

আয়ারল্যান্ড : ১৭ ওভারে ১২৫/৯ (পল স্টার্লিং ০, রস ৬, ট্যাকার ৫, ট্যাক্টর ২২, ডেলানি ৬, ডকরেল ২, ক্যাম্ফার ৫০, অ্যাডায়ার ৬, হ্যান্ড ২, হিউম ২০, হোয়াইট ২; তাসকিন ৪-০-২৭-৩, সাকিব ৪-০-২২-৫, নাসুম ৩-০-৩৭-০, মিরাজ ১-০-৯-০, হাসান ২-০-৬-১, মুস্তাফিজ ৩-০-২১-০ )।

ফল : ৭৭ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ : ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।