ক্রীড়া ডেস্ক : সাকিব-এবাদতদের তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৮৬ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বোলিংয়ে নেমে শুরেতেই আঘাত হানেন মিরাজ। রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শিখর ধাওয়ান। কিন্তু পারেননি, বল গিয়ে লাগে স্ট্যাম্পে। ধাওয়ানের বিদায়ে ভারতের প্রথম উইকেটের পতন হয় ।

এদিন নিজের প্রথম ওভারেই বোলিংয়ে এসেই জোড়া শিকারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফেরান সাকিব আল হাসান। এরপর একে একে ফেরান শার্দুল ঠাকুর, শাহবাজ খান ও দীপক চাহারকে। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করলেন সাকিব। এর আগে সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে এবাদত নেন ৪ উইকেট। তিনি ফেরান শ্রেয়াস আয়ার, কে এল রাহুল, শাহবাজ আহমেদ এবং সিরাজকে।
ভারতের ইনিংস সর্বোচ্চ ৭৩ রান আসে লোকেশ রুাহুলের ব্যাট থেকে। এছাড়া রোহিত শর্মা ২৭ ও শ্রেয়াস আয়ার ২৪ রান সংগ্রহ করেন।