ফারুক রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাত লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (বিজিবি)।
বিজিবি জানায়, আজ শনিবার (১১ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ মাদরা, তলুইগাছা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর, হিজলদী এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার এসব ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
এছাড়া বিওপির বিশেষ দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া উপজেলার গোবিন্দকাঠি মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, হিজলদী সীমান্তে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বৈকারী সীমান্তে কলারোয়ারকাপালিপাড়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, সুলতানপুর সীমান্তে কলারোয়ার ভাদিয়ালী এলাকায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ চান্দুড়িয়া সীমান্ত হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষধ আটক করে।
প্রিন্ট করুন








Discussion about this post