প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০ লাখ ১৫ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৪ কোটি ৭৫ হাজার টাকার।

তবে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ১০ শতাংশ বা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৬৩ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৬২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির ৭২ হাজার ৮৭৭টি শেয়ার মোট ১৮২ বার হাতবদল হয়, যার বাজারদর ৪৬ লাখ ১০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৬১ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ৮৫ লাখ ৫০ হাজার ২০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৩ দশমিক ৪০ শতাংশ এবং বাকি ৪৬ দশমিক ০৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস অর্থাৎ মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

দরপতনের তালিকায় থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১০ দশমিক ৪৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ২৪ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৭ দশমিক ৮০ শতাংশ, বারাকা পাওয়ারের ৭ দশমিক ৫২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭ দশমিক ৪১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭ দশমিক ৩১ শতাংশ শেয়ারদর কমেছে।