নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ। প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৯ হাজার ৬০০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৬৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকার। সম্প্রতি ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন লিমিটেড পরিচালনা পর্ষদের ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন করেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই বোনাস লভ্যাংশের পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জানা গেছে, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ওরিয়ন ইনফিউশনের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়। কিন্তু বোনাস লভ্যাংশ চূড়ান্ত করার আগে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে এই বোনাস লভ্যাংশ দেয়ার অনুমোদন পায়নি। তাই বোনাসের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন হিসাববছরের জন্য সর্বমোট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭২ পয়সা।
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
