নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে চার কোটি ৫ লাখ ৪২ হাজার ৮০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২০ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকার। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ১৬ শতাংশ বা ৮০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৩৬ টাকা থেকে সর্বোচ্চ ৩৭ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। ওইদিন ১০ লাখ ১১ হাজার ২০৫টি শেয়ার মোট এক হাজার ১৮৮ বার হাতবদল হয়। যার বাজার দর ৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ২৯ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
আমরা টেকনোলজিস লিমিটেড ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ৩২ কোটি ৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ৬ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৪৪২টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ৩০ দশমিক ৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৮ পয়সা। আর ৩০ জুন শেয়ারপতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ১৫ শতাংশ, ই-জেনারেশন লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৭ দশমিক ৫৮ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সাত দশমিক ১৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছয় দশমিক ১৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৫ দশমিক ৫৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ১৮ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চার দশমিক ৯৬ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চার দশমিক ৯১ শতাংশ শেয়ারদর কমেছে।