নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৯১ শতাংশ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩১ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকার।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ শূন্য দশমিক ৩২ শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২৫ টাকা ৮০ পয়সা হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন ৪ লাখ ৮০ হাজার ৬৭ শেয়ার মোট এক হাজার ৪৫৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৬ কোটি ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১২২ টাকা থেকে সর্বোচ্চ ১২৯ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৬৬ টাকা ২০ পয়সা থেকে ১৬৯ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৫৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫০ লাখ ১৪ হাজার ৮০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকার। তৃতীয় অবস্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ১৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকার। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৯৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে তিন কোটি ২২ লাখ ৭৪ হাজার ৬০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকার। আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৭ দশমিক ৭৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৯৯ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৭৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে তিন কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৭ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকার। পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৩৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকার। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৭ দশমিক ২৩ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৪৮ শতাংশ শেয়ারদর কমেছে।