প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। আলোচিত সময়ে ফান্ডটির শেয়ারদর কমেছে ২৪ দশমিক ২৪ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে ফান্ডটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৬ লাখ ৩৭ হাজার টাকার।

এদিকে সম্প্রতি মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের নেট আয়ের ওপর ভিত্তি বিনিয়োগকারীদের জন্য এক দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ইউনিটপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ১৩ পয়সা (বাজারমূল্যে) এবং ১০ টাকা ২১ পয়সা (খরচমূল্যে)। এছাড়া এই হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ১৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।

দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকার। তৃতীয় অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৩৯ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকার। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ দশমিক ৩১ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ ১৯ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৬৪ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকার। ই জেনারেশন লিমিটেডের ৮ দশমিক ৮৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৮ দশমিক ৪১ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৫৩ কোটি ৯১ লাখ ৮২ হাজার টাকার। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ২৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৫ লাখ ৪৪ হাজার ৬০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকার। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ১৭ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৭ লাখ ১১ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৭ দশমিক ৭৯ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৬০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৭ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৬ লাখ ২০ হাজার ৮০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৪০ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার।