নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৮ লাখ ৫৪ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকার।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৩২ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৭ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে কোম্পানিটির ৩ লাখ ৬৩ হাজার ৮২৯টি শেয়ার মোট ১৮১ বার হাতবদল হয়, যার বাজারদর ২৭ লাখ ৪০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৭ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৬ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।
‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভ ঘাটতি রয়েছে ২৩৯ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৩৩ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ২১ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩ পয়সা (লোকসান) এবং ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৯১ পয়সা (লোকসান)।
দরপতনের তালিকায় এর পরের অবস্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৬ দশমিক ০১ শতাংশ শেয়ারদর কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার ৫০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৬ কোটি লাখ ৪১ লাখ ৬২ হাজার টাকার। আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমেছে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩ হাজার ৭৫০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৫৫ হাজার টাকার। এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৯ লাখ ৫৭ হাজার টাকার। এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৩ দশমিক ৯২ শতাংশ, এমবি ফার্মা লিমিটেডের ৩ দশমিক ৯১ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ২৮ শতাংশ শেয়ারদর কমেছে।