Print Date & Time : 23 June 2021 Wednesday 6:33 pm

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

প্রকাশ: April 18, 2021 সময়- 12:19 am

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে চার কোটি ৬১ লাখ ২৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ছয় হাজার টাকার শেয়ার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৬৩ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১১ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ৪৩ লাখ ৬৫ হাজার ৯৭১টি শেয়ার মোট ৮৪৩ বার হাতবদল হয়, যার বাজারদর চার কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১১ টাকা থেকে সর্বোচ্চ ১১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সা মধ্যে ওঠানামা করে।

‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৯০৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৯৭ কোটি দুই লাখ ৯৮ হাজার ৩৫২টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৫ দশমিক ৩৩ শতাংশ।