প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৪ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গেল সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে সাত কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩১ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৯৬ শতাংশ বা ৪ টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৩৭ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৩ লাখ ৫৮ হাজার ৯৪২ শেয়ার মোট ৭৯১ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১৩৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৫৪ টাকা ৭০ পয়সা থেকে ১৮৫ টাকায় ওঠানামা করে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে তিন টাকা ২২ পয়সা। ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২২ পয়সা এবং আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে চার টাকা ৮২ পয়সা।