নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ২৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে এই কোম্পানির মোট ৫১ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫২ কোটি ৫৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পদ্মা অয়েলের ১৪ দশমিক ১৭ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার চতুর্থ স্থানে আছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৭২ শতাংশ। প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৬ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে মোট শেয়ার লেনদেনের পরিমান ১০৭ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকা ।
বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিংয়ের দর ১১ দশমিক ৪৪ শতাংশ বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির প্রতিদিন গড়ে দুই কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমান নয় কোটি ৬০ লাখ টাকা।
তালিকার পরের পাঁচটি অবস্থানে আছে যথাক্রমে, সিএমসি কামালের ১১ দশমিক ২০ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ১০ দশমিক ৮০ শতাংশ, জিপিএইচ ইষ্পাতের ১০ দশমিক ৭৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ১০ দশমিক ১৮ শতাংশ ও ইস্টার্ন হাউজিংয়ের নয় দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে।