প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাপ্তাহিক লেনদেনের আট শতাংশ জেনেক্স ইনফোসিসের

নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৮৮টি শেয়ার ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৮ দশমিক ০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১০ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

এদিকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ১০ বছর মেয়াদি একটি চুক্তি করেছে জেনেক্স ইনফোসিস। মূলত জেনেক্স ইনফোসিস এনবিআরের পক্ষে পাইকারি ও খুরচা বিক্রেতা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং করবে। কোম্পানিটি আগামী পাঁচ বছরে তিনটি ভিন্ন জোনে ৩ লাখ ইএফসি অথবা এসডিসি মেশিন স্থাপন করবে। এ সেবা প্রদানের ফলে সরকারের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) আহরণ বাড়বে। আর এনবিআরকে উল্লেখিত সেবা প্রদান করতে পারলে কোম্পানিটির প্রতি বছর ২১২ কোটি টাকা আয় বাড়বে।

কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৭৪ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৪০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৮ দশমিক ৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।