প্রিন্ট করুন প্রিন্ট করুন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডেসকো

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সদ্য সমাপ্ত সপ্তাহে ওই কোম্পানিটির শেয়ার লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির তিন কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ১৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ছিল ১৯৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ২০১৬ সালের জুনে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১২ পয়সা।

আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা চার পয়সায়। এর আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

সপ্তাহের সর্বশেষ কার্যদিবসে ডেসকোর ৪৯ লাখ ৬৫ হাজার ২৫০টি শেয়ার তিন হাজার ৭০৩ বার হাতবদল হয়। কোম্পানিটির বাজারমূল্য ছিল ২৫ কোটি ৬৪ লাখ আট হাজার টাকা।

এদিকে শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে তিন দশমিক ৬১ শতাংশ বা এক টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ ৫০ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়। এক বছরের মধ্যে শেয়ারদর ৪৫ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকায় ওঠানামা করেছে।

উল্লেখ্য, ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে ডেসকোর পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৮৮৮ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি শেয়ারের মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৮ দশমিক ১৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে বেক্সিমকো লিমিটেড।

কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৮৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা ছিল।

একইভাবে সপ্তাহজুড়ে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির তিন কোটি ১৮ লাখ সাত হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৪ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকা ছিল।

লেনদেনে এগিয়ে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রকৌশল খাতের ইফাদ অটোস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ভ্রমণ ও অবকাশ খাতের দ্য পেনিনসুলা চিটাগং, সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট, ওষুধ ও রসায়ন খাতের ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড উল্লেখযোগ্য।