দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল মেম্বার ও সাবেক সভাপতি এএসএম নাইম ২০১৭ সালের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা)’র সভাপতি মনোনীত হয়েছেন। সাফা এ অঞ্চলে হিসাব পেশার উন্নয়নে দক্ষিণ এশীয় দেশগুলোকে নিয়ে গঠিত সার্কভুক্ত একটি শীর্ষ সংস্থা। এএসএম নাইম বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন একাধিক কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং পোর্ট ইয়ুজার ফোরামের চেয়ারম্যান ছিলেন। মাহাবুব আহমেদ সিদ্দিকী এফসিএ, পরিচালক-আইসিএবি, ২০১৭ সালের জন্য সাফার নির্বাহী সচিব মনোনীত হয়েছেন।
সাফার সভাপতি হলেন এএসএম নাইম
