ক্রীড়া ডেস্ক : আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। সেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা পাচ্ছে লাল-সবুজ প্রতিনিধিরা।
এবারের সাফে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। ভুটান ও পাকিস্তান খেলবে না এ টুর্নামেন্টে। সাফে এবার লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে দলগুলো।
সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে। ম্যাচটি হবে ৩ অক্টোবর। এরপর ৬ ও ১১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও নেপাল।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৩ অক্টোবর ফাইনাল খেলবে। সবগুলি ম্যাচ হবে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে।