ক্রীড়া প্রতিবেদক: এ মাসেই নারী ফুটবল দলের সামনে কঠিন মিশন। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে মাঠে নামবে ফুটবলাররা। তার আগে গতকাল এই টুর্নামেন্টের জন্য ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
যার মধ্যে আগে থেকেই জাতীয় দলে খেলা ১৫ জন আছেন। সঙ্গে পাঁচ নতুন মুখ। সেই পাঁচজন হলেন: অনুচিং মোগিন, আনাই মোগিনি, নিলুফা ইয়াসমিন নিলা, ইশরাত জাহান রত্না এবং মাহমুদা আক্তার। ফরোয়ার্ড সাবিনা খাতুনকে করা হয়েছে দলের অধিনায়ক।
আসছে ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে শক্তিশালী স্বাগতিক ভারতের সঙ্গেও সাবিনাদের লড়তে হবে।
বাংলাদেশ নারী ফুটবল দল: সাবিনা আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মাইনু মারমা, মিশরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, মার্জিয়া, কৃষ্ণা রানী দাস, নিলুফা ইয়াসমিন নিলা, মারিয়া মান্ডা, আনাই মোগিনি, ইশরাত জাহান রত্না, আনুচিং মোগিনি, রওশন আরা, মুনমুন আক্তার এবং মাহমুদা আক্তার।