নিজস্ব প্রতিবেদক: সাবসিডিয়ারি কোম্পানির সব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) সাবসিডিয়ারি কোম্পানিট এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল স্টেকহোল্ডারদের এ তথ্য জানিয়েছে ইপিজিএল।
প্রাপ্ত তথ্যমতে, এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেডের (ইপিভিএল) মূল মালিক অর্থাৎ ৯৯ দশমিক ১৪ শতাংশ শেয়ারের মালিক এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। অন্যদিকে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেডের ৫১ শতাংশ বা ৭ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৫৫১ সাধারণ শেয়ার ধারণ করছে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড। সম্প্রতি এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেডের সব শেয়ার (৫১ শতাংশ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদ। আর এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদের নেয়া এমন সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। তবে এটি কার্যকর হবে ইপিজিএলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে। এখানে উল্লেখ্য, এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেড একটি এইএফও-ভিত্তিক ১১৫ মেগাওয়াট ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি), যা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরের গৌরীপুরে অবস্থিত।
এদিকে গতকাল চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৯৫ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৮ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা (ঘাটতি)। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৮ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৯০ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৭৩৮ কোটি পাঁচ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৯ কোটি এক লাখ ৬৩ হাজার ২১৬ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৪ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে।