শেয়ার বিজ ডেস্ক : শুধু যে নায়িকাদের মধ্যেই ক্যাটফাইট হয় এমনটা ভেবে থাকলে খুব ভুল করবেন। বলিউডে নায়কে নায়কে সংঘাত খুবই সাধারণ ব্যাপার। বড় বড় অভিনেতারাও কুৎসিত বিবাদে জড়িয়েছেন একে অপরের সঙ্গে। তবে নায়কে-গায়কে ঝামেলার উদাহরণও কিন্তু রয়েছে ইন্ডাস্ট্রিতে। এ ক্ষেত্রে দুজনেই অত্যন্ত জনপ্রিয় নাম, সালমান খান ও অরিজিৎ সিং।
বলিউডের বাস্তবের ‘অ্যাংরি ইয়াংম্যান’ সালমান। এখন আর ইয়াং না থাকলেও মেজাজটা আর খাদে নামাতে পারেননি ভাইজান। একাধিক অভিনেতার সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক বানিয়ে রেখেছেন তিনি। এমনকি নিপাট ভদ্র, ভালো মানুষ অরিজিতের সঙ্গেও পাঙ্গা নিয়ে বসে রয়েছেন।
অরিজিৎ-সালমানের রেষারেষির খবর বেশ পুরোনো। এবার দুজনের বিবাদ নিয়ে মুখ খুলেছেন ভাইজান। সম্প্রতি, বিগ বস ১৯-এর সময় সালমান স্পষ্ট করে বলেছিলেন, তিনি ও অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে সমস্যা হয়। পরে সে বাদানুবাদের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনার পর নিজের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান ফেলে দেন ভাইজান। এবার জানালেন সেই তিক্ততা আর নেই নায়ক-গায়কের মাঝে।
এস এস/
প্রিন্ট করুন








Discussion about this post