বাইসাইকেল বা দ্বিচক্রযান নিয়ে বিশ্বজুড়ে ক্যাম্পেইন চালাচ্ছেন পরিবেশবাদীরা। একে তো জ্বালানির খরচ নেই, তারওপর নেই কালো ধোঁয়াও। ফলে পরিবেশবান্ধব যান হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে এর জুড়ি মেলা ভার। একই সঙ্গে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে সেরে নেওয়া যায় শারীরিক ব্যয়ামও। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে বাইসাইকেল।
দেশেও দ্বিচক্রযানের কদর বাড়ছে। শিক্ষাঙ্গনে তরুণ-তরুণীর কাছে সাইকেল এখন ফ্যাশনের অংশ। হালকা প্রকৌশল খাতের এ পণ্য অনেক আগে থেকে তৈরি হচ্ছে দেশে। মেঘনা গ্রুপ, আরএফএল, ইউনিগ্লোরিসহ বেশ কিছু প্রতিষ্ঠান প্রস্তুত করছে আন্তর্জাতিক মানের বাইসাইকেল। ইউরোপের বাজারে বাইসাইকেল রফতানিও করছে।
আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিভিন্ন মডেল ও আকারের বাইসাইকেল এনেছে আরএফএল। মেলার ৪ নম্বর মিনি প্যাভিলিয়নটি সাজানো হয়েছে নানা রকমের সাইকেল দিয়ে। ক্রেতারা আসছেন, দেখছেন, কিনছেন। ব্র্যান্ডটির ৮৭টি ভিন্ন ভিন্ন ডিজাইন বাজারে আনা হয়েছে। এছাড়া দুটি স্কুটিও প্রদর্শণ করছে আরএফএল। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মীরা জানান, মূলত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে বাইসাইকেলের কাঠামো তৈরি করা হয়। স্টিলের বাইসাইকেলের ওজন বেশি। অন্যগুলো হালকা। হালকা সাইকেল বেশি চলছে।
শিশুদের জন্য তিন চাকার ছোট সাইকেল রয়েছে। সাইকেলটির দাম দুই হাজার ৩৩৭ টাকা। ২০ ইঞ্চি ব্যসবিশিষ্ট চাকার সাইকেলের দাম রাখা হয়েছে সাত হাজার ৩২০ টাকা। ২৪ ইঞ্চি এনার্জি সাইকেলটির দাম সাত হাজার ৯৩০ টাকা। শিশুদের জন্য তৈরি সাইকেলের ব্র্যান্ডনেম ‘দুরন্ত বাইসাইকেল’। প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে দূরন্তের বিভিন্ন সাইকেলের ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
বড়দের জনপ্রিয় ব্র্যান্ড ২৬ ইঞ্চির হান্টার। দাম ১৯ হাজার ৫১৫ টাকা। অন্যান্য সাইকেলের মধ্যে আছে ২৬ ইঞ্চি ব্যাসের ফিউরিয়াস, অ্যালান ইনোভা, অ্যালান প্রাইম, অ্যালান প্লাস, গ্ল্যাডিয়েটর, নাইট ব্ল্যাক, নাইট ভিক্টর, অ্যাভেঞ্জার ব্ল্যাক, অ্যাভেঞ্জার ব্ল–, রিকয়েল, মাসকুলার, অ্যালান মার্ভেল, অ্যালান আলটিমেট, সুপ্রিম, রেসার মাস্টার, মাস্টার, দুর্জয় ইত্যাদি। ছেলেমেয়ে উভয়ের উপযোগী এসব মডেল।
তবে শুধু মেয়েদের জন্য অ্যাঞ্জেলিনা, দোলা, রাইডার ব্ল– ইত্যাদি বিশেষ মডেলের সাইকেল আনা হয়েছে। ২৮ ইঞ্চি ব্যসের একটি ক্ল্যাসিক সাইকেলও রয়েছে। প্যাভিলিয়ন সূত্রে জানা গেছে, সর্বনি¤œ সাত হাজার টাকা থেকে প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের বাইসাইকেল রয়েছে। এছাড়া হেলমেট, স্পিডোমিটারসহ বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যাবে মেলায়।