নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বাড়ায় সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে ২৩৫ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৬৯৮ দশমিক শূন্য ৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে এক হাজার ৪৫৪ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৪৯ দশমিক ৩৯ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২৪২টির এবং কমেছে ৭৭টির। বাকি ৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ ৮৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৫৩ লাখ ৬৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২৩৫ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসইতে এদিন ২৭ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৭২৯টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ২০০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ৬৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৪৮ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৪৮ কোটি ২৯ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৪ কোটি ৭৯ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩৫ কোটি ৫৩ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) ৩২ কোটি ৫১ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ৩০ কোটি ৭৯ লাখ এবং এসিআই ফরমুলেশনসের ২৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
গতকাল ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এসিআই ফরমুলেশনস লিমিটেড। এরপরের অবস্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৯ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৬ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১১ হাজার ৭৮৩ দশমিক ৮৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১৯ হাজার ৬৩৯ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯২টির এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৯ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৪ লাখ টাকার।