প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবসের মতো গতকাল রোববার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন অব্যাহত রয়েছে। এছাড়া গতকাল ডিএসইতে লেনদেনেও পতন দেখা গেছে। তবে গতকাল ডিএসইতে সকাল ১০টা ৫৮ মিনিটে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে যায়। বেলা ১টা ৫০ মিনিটে স্বাভাবিক নিয়মে লেনদেন বন্ধ হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা। এই সময়ে লেনদেনের সঙ্গে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ ছিল। কারিগরি ত্রুটির সমস্যা সমাধানের পর বেলা ২টা ১০ মিনিট থেকে আবার লেনদেন শুরু হয় ডিএসইতে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ছয় হাজার ৩০৭ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৪ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ০২ শতাংশ কমে এক হাজার ৩৮৪ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমে দুই হাজার ২৪৫ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৪ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৫৫ হাজার ৪৯৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২১৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৪ কোটি ২৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২০ কোটি ৯৪ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১৬ কোটি ৮ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৫ দশমিক ৯০ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৫ দশমিক ১১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫১ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ১১ হাজার ১৬৭ দশমিক ৪৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ১৮ হাজার ৬৩৩ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ১১৬টির দর।