প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। এছাড়া গতকাল ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৪৪ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট বা  দশমিক ১৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৯৩ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে দুই হাজার ২৪৯ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৪১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১০ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ১৯৩টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৩৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৭২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪০ কোটি ৩৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩৭ কোটি ৪৩ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩৫ কোটি ৪০ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ই জেনারেশন লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১১ হাজার ১৯৩ দশমিক ৬৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৭৭ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ১১০টির দর।