প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা তিন দিন পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ছয় হাজার ৩৯৩ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে এক হাজার ৪০১ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে দুই হাজার ২৪৫ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১৮ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৪৭৭টি শেয়ার ২ লাখ ৮ হাজার ২৯৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২০৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৮৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৬০ কোটি ৬০ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ কোটি ৩৮ লাখ টাকা, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৪৯ কোটি ১৫ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৪২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে দেশ জেনেক্স ইনফোসিস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১১ হাজার ৩১৪ দশমিক ৯৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১৮ হাজার ৮৭৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ১২১টির দর।