নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে এদিন লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ছয় হাজার ২০৬ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ১ হাজার ৩৫২ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে দুই হাজার ২১৫ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১ কোটি ১২ লাখ টাকা কমেছে। এদিন ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি শেয়ার ৭৩ হাজার ৭৬৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২১৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৮ কোটি ৫৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬ কোটি ৬৪ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৬ কোটি ২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৮৬ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি এক লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১১ কোটি এক লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৬৯ লাখ, আমার নেটওয়ার্কস লিমিটেডের ৯ কোটি ৪১ লাখ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৮ দশমিক ০৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২ দশমিক ৫৬ শতাংশ, আল হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ১ দশমিক ৭২ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ১ দশমিক ৪০ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ১ দশমিক ২২ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেডের ১ দশমিক ০৬ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শূন্য দশমিক ৮৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শূন্য দশমিক ৬৩ শতাংশ, মনোস্পুল পেপার লিমিটেডের শূন্য দশমিক ৬০ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ৪৭ শতাংশ, এর পরের অবস্থানে থাকা ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৭৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৬২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৮ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চার দশমিক ৮১ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২০ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১১ হাজার দশমিক ২৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১৮ হাজার ৩৪৯ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ২৯ লাখ টাকার।