Print Date & Time : 23 May 2022 Monday 2:03 am

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩০ সেপ্টেম্বর ২০২১ সালের প্রথম ত্রৈমাসিক ফান্ডের অনিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩০ সেপ্টেম্বর ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডের  সব সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭০ কোটি ৮১ লাখ ২৫৮ টাকা এবং  বাজারমূল্যে ৮৪ কোটি শূন্য এক লাখ শূন্য এক হাজার ২৬৮ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ৯৭ পয়সা এবং বাজারমূল্যে ১২ টাকা ৫৭ পয়সা, নিট মুনাফা দুই কোটি ১২ লাখ ৩৪ হাজার ৬৩৩ টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৩২ পয়সা।