প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিএসই : প্রধান সূচক বাড়লো ১২৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় (মঙ্গলবার) কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের (সিএসই) উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়।

তথ্যনুযায়ী, সোমবার দিনশেষে সিএসইর প্রধান মূল্যসূচক সিএসসিএক্স আগের দিনের তুলনায় ১২৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে নয় হাজার ৮২৭ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৬৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এরমধ্যে ১৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর বিপরীতে ৬৩ টি প্রতিষ্ঠানের দর কমেছে। আর দিনশেষে অপরিবর্তিত ছিলো ১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে ১০৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার সিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের। দিনজুড়ে কোম্পানিটির ২২ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।