নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে (রবিবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়।
তথ্যনুযায়ী, রবিবার দিনশেষে সিএসইর প্রধান মূল্যসূচক সিএসসিএক্স আগের দিনের তুলনায় ৫৯ দশমিক ৩২ পয়েন্ট কমে নয় হাজার ৫৮১ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৬৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এরমধ্যে ৫৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর বিপরীতে ১৮৩ টি প্রতিষ্ঠানের দর কমেছে। আর দিনশেষে অপরিবর্তিত ছিলো ২২ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অন্যদিকে সিএসইতে ৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রবিবার সিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির ১৩ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে।