নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় (সোমবার) কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকের (সিএসই) উত্থানের মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।
তথ্যনুযায়ী, সোমবার দিনশেষে সিএসইর প্রধান মূল্যসূচক সিএসসিএক্স আগের দিনের তুলনায় ৭৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে নয় হাজার ৫৩৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এরমধ্যে ১৪৫টি শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর বিপরীতে ৯৫টি প্রতিষ্ঠানের দর কমেছে। আর দিনশেষে অপরিবর্তিত ছিলো ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অন্যদিকে সিএসইতে ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার সিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির ২৫ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।