প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিএ সনদ পেলেন ৫০৫ জন

নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২১ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ৫০৫ জন নতুন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিএ সনদ পেয়েছেন।

অনুষ্ঠানেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের হাতে সনদ তুলে দেন। পরিকল্পনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও তারা সদ্য সিএদের হাতে সনদ তুলে দেন ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে সুশাসন আনতে বাংলাদেশে কমপক্ষে ১২ হাজার সিএ প্রয়োজন। দেশে আছে মাত্র দুই হাজার সিএ। আইসিএবি মানসম্পন্ন শিক্ষা প্রনয়নে নিরলসভাবে কাজ করছে। আইসিএবি-এর নতুন সদস্যরা অবশ্যই অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আইসিএবি প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন এফসিএ বলেন, সিএ-রা আর্থিক প্রতিবেদনে নৈতিক মান বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে । দেশের উন্নত অর্থনৈতিক ইকো-সিস্টেম নিশ্চিত করার জন্য সিএদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। সিএদের পেশাদারিত্ব অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন। সিএ সার্টিফিকেট প্রদানের বিষয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্য মোঃ হুমায়ুন কবির এফসিএ। আইসিএবি ভাইস-প্রেসিডেন্ট এনকেএ মবিন এফসিএ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ।