শেয়ার বিজ ডেস্ক: সিঙ্গাপুরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন বাড়ানোর কথা বিবেচনা করছে মালয়েশিয়ার রেস্টুরেন্ট চেইন পাপ্পারিচ। খবর ব্ল–মবার্গ নিউজ।
মালয়েশিয়াভিত্তিক চেইন রেস্টুরেন্টটি সাতায় ও লাকসার মতো স্থানীয় কুইজিনগুলো পরিবেশন করে থাকে। এটি শেয়ার বিক্রি করে সিঙ্গাপুরের বাজার থেকে কমপক্ষে ২০০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (১৪০ মিলিয়ন মার্কিন ডলার) তুলতে চায়।
পাপ্পারিচ ২০০৬ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করে। এখন যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রুনেই, হংকং, তাইওয়ান, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন স্থানে চেইন রেস্টুরেন্টটির ১০৬টি আউটলেট রয়েছে। পাপ্পারিচ মালয়েশিয়া চলতি বছরের মধ্যেই আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করবে।
এর আগে সিঙ্গাপুর থেকে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে পাপ্পারিচের দেশি প্রতিদ্বন্দ্বী এবিআর হোল্ডিং। কোম্পানিটি
চেইন রেস্টুরেন্ট সোয়েনসেনস পরিচালনা করে।