সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বেলতৈল গ্রামে হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্র এ ক্যাম্পের আয়োজন করে। এতে প্রায় ২ হাজার গরিব দুস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, শিশু, মেডিসিন, হƒদরোগ ও ডায়াবেটিস রোগের চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসান শহীদ। বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুলের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন কল্যাণ কেন্দ্রের সহ-সভাপতি আবদুস ছোবাহান, ডা. শাহনুর হাসান, ডা. হুমায়ুন কবির, ডা. রিজিয়া পারভীন প্রমুখ।