প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাকেইল সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে কাজিপুর আঞ্চলিক সড়কের রতনকান্দি ইউপির চিলগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি গ্রামের সিএনজি চালক আনোয়ার হোসেন (৪০) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মোটরসাইকেলের আরোহী ফজলুল হক (৩২)।

আহতরা হলেন- উপজেলার সীমান্ত বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মনজুর কবির (৫২), শহরের ধানবান্ধি মহল্লার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া মহল্লার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, ব্যাটারি চালিত একটি অটোরিকশা চিলগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলবে বলে তিনি জানান।