ক্রীড়া ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে আজ তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচে বাংলাদেশ ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করে। মুশফিকের সেঞ্চুরি সবই ভেস্তে যায় বেরসিক বৃষ্টির কারণে। পরিত্যক্ত হয় ম্যাচটি।
হোমগ্রাউন্ডে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা টাইগারদের সামনে তৃতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ ।
এই সিরিজে নতুনদের পরীক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। নৈপুণ্য দেখিয়েছেন তাওহিদ হৃদয়। একাদশে খেলার অপেক্ষায় রনি তালুকদার।
আইরিশদের জন্য ম্যাচটা ডু অর ডাই। সিরিজ হার এড়াতে, জিততে হবে তৃতীয় ওয়ানডে। বাংলাদেশকে সমীহ করেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে আয়ারল্যান্ড।