প্রতিনিধি, সিলেট : সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (১৯ নভেম্বর)। গণসমাবেশ ঘিরে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চলছে পরিবহন ধর্মঘট । এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, আজ সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস সিলেটে প্রবেশ করেনি। একই অবস্থা সিলেটের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলীতেও। সেখান থেকেও আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
হবিগঞ্জ এক্সপ্রেসের কাউন্টারে এসে কাউন্টার বন্ধ পেয়েছেন মাধবপুরের সৈকত ইসলাম। তিনি বলেন, আমি জরুরি কাজে গতকাল সিলেট এসেছিলাম। এখন এখানে এসে শুনি বাস বন্ধ। বাস যদি বন্ধ থাকে তাহলে আমি বাড়ি যাবো কীভাবে?
ঢাকাগামী যাত্রী ফারুক আলম শেয়ারবিজকে বলেন, আমি ঢাকা যাওয়ার উদ্দেশে সকাল ৯ টায় দরগাহ গেট এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারে আসি। এসে দেখি কাউন্টার তালাবদ্ধ।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির শেয়ারবিজকে বলেন, ‘হবিগঞ্জ ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট কার্যকর থাকায় দূরপাল্লার কোনো বাস ঢাকা বা অন্য কোথায় যাচ্ছে না। কারণ ওইসব পথ দিয়েই বাস যাতায়াত করে থাকে।’