প্রিন্ট করুন প্রিন্ট করুন

সিলেটে ‘ভ্যাট বুথ’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রথমবারের মত সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে এর উদ্যোগে ভ্যাট বুথ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বোর্ড রুমে “ভ্যাট বুথ” এর উদ্বোধন করেন সিলেট ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

১৩-১৪ সেপ্টেম্বর সাতটি স্থানে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ভ্যাট বুথ’ খোলা থাকবে। সাতটি স্থান হলো-শাহজালাল উপশহরের আবগারী ও ভ্যাট বিভাগ; জেল রোডে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নীচ তলা; বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটের নীচ তলা; উপশহরের রোজ ভিউ হোটেল কমপ্লেক্স এর নীচ তলা; বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার নীচ তলা এবং দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টার।

উদ্বোধন শেষে কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নেই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে ভ্যাট বুথে এসে রিটার্ন দাখিল করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেননি, তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাহমিন আহমদ, সিলেট ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, উপ কমিশনার মো. সোলাইমান হোসেন প্রমুখ।