খুলনা প্রতিনিধি: সুখী হতে হলে সৎমানুষ হতে হবে। সৎ মানে সুন্দর, আর সুন্দরের মধ্যেই আনন্দ নিহিত। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বুধবার খুলনার গোয়ালখালীর পিএইচটি সেন্টারে নারী ও শিশু উন্নয়ন পরিষদ (নাশিউপ), ঢাকা আয়োজিত ২১-২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ১২তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের ক্যাম্প অধ্যক্ষ বিধান চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (গোয়েন্দা) এএম কামরুল ইসলাম পিপিএম, মহেশ্বরপাশা সরকারি ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক কাজী মুহাম্মদ ইব্রাহিম এবং ২০১৬ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ। স্বাগত বক্তৃতা করেন নাশিউপ মহাসচিব মাফরুদা ইয়াসমিন।